thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বিশ্বজুড়ে করোনায় মৃত্যূ ও  সংক্রমণ বেড়েছে

২০২২ ডিসেম্বর ২৯ ১৪:০৩:১১
বিশ্বজুড়ে করোনায় মৃত্যূ ও  সংক্রমণ বেড়েছে

দ্য রিপোর্ট ডেস্ক:করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোর সংখ্যাই বেড়েছে। এসময় এক হাজার ৫৫৫ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন চার লাখ ৯৮ হাজার ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন তিন লাখ ৯৮ হাজার ৬০৭ জন মানুষ।

মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৯১ হাজার ২৬৮। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৫০৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৫৭৩ জন রোগী।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারস আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটেছে জাপানে। প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। এ তালিকায় এরপরই আছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, তাইওয়ান, হংকং ও হাঙ্গেরি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর