thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

খন্দকার মাহবুব হোসেনকে বাদ যোহর আজিমপুরে দাফন

২০২৩ জানুয়ারি ০১ ১১:৪৮:১৪
খন্দকার মাহবুব হোসেনকে বাদ যোহর আজিমপুরে দাফন

দ্য রিপোর্ট প্রতিবেদক :বিএনপির ভাইস চেয়ারম্যান, প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ১০টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির ভাইস-চেয়ারম্যান মরহুম এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে ৫টি নামাজের জানাজা শেষে দাফন করা হবে। বাদ ফজর নামাজ বসুন্ধরা আবাসিক এলাকা ছাপড়া মসজিদে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। এরপর সকাল ৯ টায় খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল মিরপুরে (বিএনএসবি) অনুষ্ঠিত হবে ২য় টি। তিন নম্বর জানাজা হবে সকাল ১১ টায় বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে। দুপুর ১২ টায় চৌধুরী পাড়া মাটির মসজিদ প্রাঙ্গনে চতুর্থ আর দুপুর ২ টা ৩০ মিনিট সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে শেষ জানাজাটি হবে।

এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে।

উল্লেখ্য, খন্দকার মাহবুবের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৩ সালে তিনি দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলী ছিলেন।

খন্দকার মাহবুব বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন।

২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর