thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রুশ সামরিক ঘাটিতে ইউক্রেনের হামলা

২০২৩ জানুয়ারি ০২ ১২:৪৫:০৮
রুশ সামরিক ঘাটিতে ইউক্রেনের হামলা

দ্য রিপোর্ট ডেস্ক:মাকিভকা শহর ও মস্কো নিয়ন্ত্রিত দোনেতস্ক অঞ্চলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এটি রুশ সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

এই হামলায় অনেকে নিহত হয়েছেন বলেও দাবি করা হচ্ছে। তবে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানানো হয়নি।

রয়টার্স বলছে, নতুন বছরের প্রথম রাতে রাশিয়া অধিকৃত ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে অন্তত ২৫টি রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন।

তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন থেকে ছোড়া ৭টি রকেট তারা ধ্বংস করেছে।

দোনেতস্ক অঞ্চলে কর্মরত রাশিয়ার সামরিক কর্মকর্তা ডানিল বেজসোনভ জানিয়েছেন, নতুন বছর শুরুর ২ মিনিটের মধ্যে রকেট বর্ষণ শুরু করে ইউক্রেন।

এর আগে শনিবার রাতেই ৪৫টি ড্রোনের মাধ্যমে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। রোববার ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

দেশটির সেনাবাহিনী বলছে, ইরানের তৈরি শহীদ-১৩৬ ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো কামিকাজে নামে পরিচিত। সবগুলো ড্রোন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে।

নতুন বছরের প্রাক্কালে রাশিয়া ইউক্রেনে ২০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর