thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

আইনের শাসনকে সম্মানে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

২০২৩ জানুয়ারি ০৪ ১৫:০৪:৩৫
আইনের শাসনকে সম্মানে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

দ্য রিপোর্ট প্রতিবেদক:আইনের শাসনকে সম্মান করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দিবাগত রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র নেড প্রাইস এ কথা জানান।

ব্রিফিংয়ে সাংবাদিকদের একজন গত মাসে মায়ের ডাকের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের হয়রানির শিকার হওয়ার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, রাশিয়া একে বাংলাদেশে মার্কিন কূটনীতির প্রত্যাশিত ফল হিসেবে হস্তক্ষেপ করছে।

মস্কোতে রাশিয়ার মুখপাত্র একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ওই সাংবাদিক প্রশ্ন করেন, এটি কি রাশিয়ার হস্তক্ষেপ নয়? আর এ ঘটনার জন্য বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিয়েছে?

জবাবে মার্কিন মুখপাত্র বলেন, ‘দেখুন, আমরা রাশিয়ার কাছ থেকে এই বিষয়ে যা শুনেছি তা আমি বিবেচনা করব না। আপনি জানেন, আমরা প্রায়শই এই ধরনের প্রপাগান্ডাকে গুরুত্ব দিই না। আমি আমাদের অবস্থান থেকে যা বলতে পারি তা হলো, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি আছে এমন প্রতিটি দেশে আমরা নিয়মিতভাবে রাজনৈতিক পরিমণ্ডলজুড়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে দেখা করি এবং অবশ্যই এর মধ্যে বাংলাদেশও রয়েছে। ’

মুখপাত্র আরো বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক সহিংসতা, ভীতি প্রদর্শনের বিষয়ে উদ্বেগ জানিয়েছি। আমরা বাংলাদেশের জনগণের মতপ্রকাশ, সমবেত হওয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতাকে সম্মান ও রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। ’

সাংবাদিকদের উদ্দেশে মুখপাত্র বলেন, ‘এই আহ্বানের কথা আপনারা আমার কাছ থেকে শুনেছেন। এই দপ্তর থেকে শুনেছেন। বাংলাদেশে আমাদের রাষ্ট্রদূতের কাছ থেকে শুনেছেন। আমরা বিশ্বজুড়ে এই আহ্বান জানিয়ে যাব। ’

ব্রিফিংয়ে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিকদের একজন বলেন, বিরোধী দলের চেয়ারপারসন দীর্ঘদিন ধরে গৃহবন্দি। বাংলাদেশ সরকার বিরোধী দলের মহাসচিবসহ হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্র কি তাদের অনতিবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাবে? জবাবে মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আমরা বাংলাদেশের সব দলকে আইনের শাসনকে সম্মান করার, সহিংসতা, হয়রানি, ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কোনো দল বা প্রার্থী যাতে অন্য কোনো দল বা প্রার্থীর বিরুদ্ধে হুমকি, উসকানি না দেয় বা সহিংসতা না ঘটায় তা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। ’

মুখপাত্র আরো বলেন, ‘প্রকৃত নির্বাচনে সব প্রার্থীর কোনো ধরনের সহিংসতা, হয়রানি ও হুমকি ছাড়াই ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকা প্রয়োজন। যখন সহিংসতা, হয়রানি, ভীতি প্রদর্শন, অযৌক্তিক আটকের খবর আসে, তখনই আমরা সরকারকে ওই খবরগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করার এবং অপরাধীদের জবাবদিহিতার জন্য আহ্বান জানাই। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর