thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১,  ২৫ রবিউল আউয়াল 1446

সর্বনিম্ন তাপমাত্রা‌ শ্রীমঙ্গলে,আরও কমতে থাকবে

২০২৩ জানুয়ারি ০৪ ১৫:২৭:৪৯
সর্বনিম্ন তাপমাত্রা‌ শ্রীমঙ্গলে,আরও কমতে থাকবে

দ্য রিপোর্ট প্রতিবেদক:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা‌।

শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ কিলোমিটার। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা আরও কমতে থাকবে।

শ্রীমঙ্গল আবহাওয়া দপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। গতকাল ও আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীতে আরও বাড়বে শীতের তীব্রতা।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর