thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নয়াপল্টনে বিএনপির গণ-অবস্থান শুরু

২০২৩ জানুয়ারি ১১ ১৩:৩৩:৪৯
নয়াপল্টনে বিএনপির গণ-অবস্থান শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থান শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে ত্রিপল বিছিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে৷ ফুটপাতে কিছু চেয়ার বসানো হয়েছে। দলের নেতাকর্মীরা তাদের জন্য নির্ধারিত জায়গায় বসছেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট মঞ্চ করা হয়েছে। মাইকে কেন্দ্রীয় নেতারা দলের নেতাকর্মীদের নির্ধারিত জায়গায় বসার অনুরোধ করছেন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

গণঅবস্থান কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক ব্যবস্থা নিয়েছে। কাকরাইল ও ফকিরাপুল মোড়ে জলকামান নিয়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। এর বাইরেও বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর