thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাজা তৃতীয় চার্লসের বাংলা টাউন পরিদর্শন

২০২৩ ফেব্রুয়ারি ১১ ০১:৫৬:৫৩
রাজা তৃতীয় চার্লসের বাংলা টাউন পরিদর্শন

দ্য রিপোর্ট ডেস্ক:পূর্ব লন্ডনের বাঙালি পাড়া খ্যাত বাংলা টাউন পরিদর্শন করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ব্রিটেনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্রিটিশ বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিতেই তার এই পরিদর্শন। ব্রিকলেনের আমার গাঁও রেস্তোরাঁয় বাঙালি খাবারের স্বাদও গ্রহণ করেন রাজা।

রাজাকে অভিনন্দন জানাতে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে অবস্থান নেন বিভিন্ন শ্রেণিপেশার বাংলাদেশিরা।

রাজা তৃতীয় চার্লস রানিকে নিয়ে যখন পার্কে প্রবেশ করেন তখন মাহাআড়ম্বরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মকর্তা কর্মচারী এবং ছোট ছোট শিশুরা তাকে বরণ করে নেন। আলতাব আলী পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি শুরু করেন বাংলা পাড়া পরিদর্শন।

শহীদ মিনার থেকে ব্রিকলেনের বাংলা টাউনে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এই সময় হাইকমিশনার রাজার সাথে কুশলাদী বিনিময় করে তাকে বাংলাদেশ ভ্রমণের জন্য আমন্ত্রণ জানান।

ব্রিকলেনে বিভিন্ন বর্ণের মানুষ আসেন রাজাকে কাছে থেকে দেখতে। বাংলা টাউনের রাস্তায় তখন যুক্তরাজ্য এবং বাংলাদেশের পতাকায় শোভিত ছিল। স্থানীয়রা বাংলাদেশি সংগীত ও নৃত্যের মাধ্যমে রাজাকে অভিনন্দিত করেন। রাজা এবং রানি অন্তরিকতার সাথে কুশল বিনিময়ের চেষ্টা করেছেন। ব্রিকলেনের আমার গাঁও রেস্তোরাঁয় তিনি বাঙালি খাবারের স্বাদও গ্রহণ করেন। এই আয়োজনকে সফল করতে পেরে সন্তোস প্রকাশ করেছেন আয়োজকরা।

ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার এন্ড ইন্সপিরেশনের পরিচালক আব্দুল উল্লাহ বলেন, এরকম একটি আয়োজন সফল করতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। এই আয়োজনে রাজা তৃতীয় চার্লসের সামনে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি আমরা। রাজা এবং রানিও তাদের এই সফরে বেশ খুশি ছিলেন।

রাজা তার এই সফরের সমাপ্তি করেছেন ব্রিকলেন মসজিদ পরিদর্শনের মাধ্যমে। এখানে তিনি বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। ব্রিটিশ বাংলাদেশিদের পারস্পরিক সম্পৃক্তি এবং সফলতায় তিনি সন্তোস প্রকাশ করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর