thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের বিকল্প নেই- ওবায়দুল কাদের

২০২৩ ফেব্রুয়ারি ১৯ ২১:১২:২৯
নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের বিকল্প নেই- ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না। যত চেষ্টাই করুক সংবিধানে অনড় থাকবে সরকার। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের বিকল্প নেই।

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আক্রমণ করলে, পাল্টা আক্রমণ করা হবে। আমরা বাধা দেব না। কিন্তু আক্রমণ করলে ছাড় দেওয়া হবে না।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী কাদের।

এ সময় তিনি বলেন, যে তত্ত্বাবধায়ক ২০০১ সালে বিএনপিকে সুফল এনে দিয়েছে, সেই তত্ত্বাবধায়ক আমরা চাই না।

এরপর মির্জা ফখরুলের অভিযোগের জবাব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৪০ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার অভিযোগ মিথ্যা। মির্জা ফখরুলের কাছে তালিকা চেয়ে কাদের বলেন, চ্যালেঞ্জ করলাম, পারলে এই তালিকা দেখান।’

তিনি আরও জানান, আজকে গণতন্ত্র ও মুক্তচিন্তার কথা বলেন, আপনাদের লজ্জা করে না? এর জন্যতো বিএনপি-ই দায়ী। স্বাধীনতার ৫০ বছরের ২১ বছরই দেশে গণতন্ত্র ছিল না। এরপর আপনারা ক্ষমতায় এসে মাগুরা মার্কা নির্বাচন করে গণতন্ত্র বিকাশের পথ রুদ্ধ করেছিলেন। ভুয়া ভোটার তৈরি করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। কোন মুখে গণতন্ত্রের কথা বলেন?

তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের আধুনিক রুপকার শেখ হাসিনা। ১৪ বছরের সফল নেত্রী শেখ হাসিনা। এ দেশের রাজনীতির জন্য তিনি একটি ইতিহাস। আমাদের দেশে যারা নেতৃত্ব দেন, রাজনীতিবিদদের মাঝে জ্ঞানের স্বল্পতা রয়েছে। সবার কাছেই শেখার রয়েছে, শিক্ষার কোনো বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার জন্যই বাংলাদেশের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করেছিল কারা ইতিহাস স্বাক্ষী। ভোট জালিয়াতি শুরু করেছিল বিএনপি। বিএনপির টার্গেটই এক দফা- সরকার হটাও ক্ষমতা দখল। বিএনপির দৃশ্যমান কোনো উন্নয়ন নেই যা দেশের মানুষকে দেখাতে পারবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাহস আর সততার জন্য শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করেছেন। এ দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ অতিক্রম ও সংগ্রাম করতে হয়েছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর আওয়ামী লীগই করেছে যা এ দেশের জন্য দৃষ্টান্ত।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর