thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি হবে ভয়াবহ,হুঁশিয়ারি  যুক্তরাষ্ট্রের

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৩:৫৬:০১
রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি হবে ভয়াবহ,হুঁশিয়ারি  যুক্তরাষ্ট্রের

দ্য রিপোর্ট ডেস্ক:ইউক্রেন সংঘাতে রাশিয়াকে চীন প্রাণঘাতী অস্ত্র সহায়তা দিলে, তার পরিণতি ভয়াবহ হবে, বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

তিনি বলেন, সামরিক সহায়তা সরবরাহ নিয়ে চীন নিজেরাই সিদ্ধান্ত নেবে, তবে এটি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যবহারের জন্য দেওয়া হলে, তার চড়া মূল্য দিতে হবে।

আরেক সাক্ষাৎকারে সুলিভান বলেন, এখন পর্যন্ত অস্ত্র সরবরাহ না করলেও, বিষয়টি থেকে পুরোপুরি সরে আসেনি বেইজিং।

চীনা প্রেসিডেন্ট শি জিন পিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র এবং এখনও পর্যন্ত তিনি ইউক্রেনে রাশিয়ার অভিযানের কোন নিন্দা করেননি। তবে এই সংঘাতে তিনি নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করেছেন এবং শান্তি প্রস্তাবও আহ্বান জানিয়েছেন। তবে, ইউক্রন ওই প্রস্তাব গ্রহণ করে নি

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর