thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

মে মাসে নির্বাচনের ইঙ্গিত দিলেন এরদোয়ান

২০২৩ মার্চ ০২ ১২:৩০:৩৩
মে মাসে নির্বাচনের ইঙ্গিত দিলেন এরদোয়ান

দ্য রিপোর্ট ডেস্ক:তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের এক মাস পার না হতেই, এরই মধ্যে নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গতকাল বুধবার পার্লামেন্টে একে পার্টির সদস্যদের উদ্দেশে দেয়া ভাষণে এরদোয়ান বলেছেন, আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। যা প্রয়োজন তা করবে তুরস্ক। বাকিটা আল্লাহর ইচ্ছা।

গত মাসের ভয়াবহ ওই ভূমিকম্পের পর প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন কবে হবে, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছিল। কেউ কেউ বলছিলেন এ বছরের শেষদিকে নির্বাচন হতে পারে। আবার কেউ কেউ জানিয়েছিলেন, নির্বাচন হতে পারে ১৮ জুন। ভূমিকম্পের আগেই জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও লিরার দাম পড়ে যাওয়ায় জনপ্রিয়তা কমে গিয়েছিল এরদোয়ানের।

২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে যান। ছুটির দিন এড়াতে জুনের পরিবর্তে নির্বাচন মে মাসে এগিয়ে এসেছেন। জনমত জরিপ অনুসারে, এটি হবে তার সবচেয়ে বড় নির্বাচনী চ্যালেঞ্জ।

গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ওই ভূমিকম্পে তুরস্কে ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। এসব অঞ্চলে সফলভাবে নির্বাচন আয়োজন করা নিয়ে সন্দেহ রয়েছে। ভূমিকম্পের এক দিন পর তুরস্কের ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে তিন মাসের রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

সূত্র: আলজাজিরা

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর