thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

গ্রিসে ট্রেনের সংঘর্ষে নিহত ৫৭

২০২৩ মার্চ ০৩ ১২:৪২:৩০
গ্রিসে ট্রেনের সংঘর্ষে নিহত ৫৭

দ্য রিপোর্ট ডেস্ক:গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। আরও প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও তদন্তের দায়িত্বে থাকা ইলেনি জাগেলিদু বলেছেন, নিহতদের পরিচয় শনাক্তে তাদের সবার ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে বুধবার পদত্যাগ করেন গ্রিসের পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। তিনি বলেন, দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ পদত্যাগ করা আমার কর্তব্য। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।

লারিসার জেনারেল হাসপাতালের প্রধান করোনার রুবিনি লিওনতারি জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশেরই বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর