thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ডিএসই'র নতুন চেয়ারম্যান  ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু

২০২৩ মার্চ ০৬ ১৩:৪০:১৭
ডিএসই'র নতুন চেয়ারম্যান  ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। রোববার (৫ মার্চ) ১০৫৪তম বোর্ড সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ আ্যাক্রেডিটেশন কাউন্সিলে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ড. হাসান বাবু বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটি-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর সভাপতি৷ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সম্মানিত সদস্য ছিলেন।

অধ্যাপক ড. হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান হিসেবে ১৯-০২-২০০৩ তারিখ হতে ১৮-০২-২০০৬ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য হিসেবে ১২-০৭-২০১৬ তারিখ হতে ১১-০৭-২০২০ তারিখ পর্যন্ত দায়িত্বরত ছিলেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন৷ এছাড়াও তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদ-এর একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান থেকে পিএইচডি ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের অধীনে চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্র থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন৷ তিনি গবেষণার জন্য জার্মানীর ড্যাড ফেলোশীপও অর্জন করেন৷ ড. হাসান বাবু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস থেকে ড. এম ও গণি মেমোরিয়াল স্বর্ণপদকে ভূষিত হয়েছেন৷ এছাড়াও তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ২০১৭ সালে কম্পিউটার বিজ্ঞান বিভাগে সেরা গবেষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে ইউজিসি ‘স্বর্ণপদক-২০১৭’ গ্রহণ করেন৷ তিনি বর্তমানে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি হতে প্রকাশিত স্বনামধন্য জার্নাল কম্পিউটার্স এন্ড ডিজিটাল টেকনিকস-এর সহযোগী সম্পাদক৷ ড. হাসান বাবু ২০১৭-২০২০ সেশনে বাংলাদেশের সবচেয় বড় আইসিটি পেশাজীবী সংস্থা বাংলাদেশ কম্পিউটার সোসাইটি-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

ড. হাসান বাবু-এর রয়েছে একাধিক কর্পোরেট সংস্থায় কাজের অভিজ্ঞতা৷ এর মধ্যে বিশ্বব্যাংকের ইনফরমেশন টেকনোলজী এক্সপার্ট হিসেবে জনতা ব্যাংকের ইনফরমেশন টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস-এ ০৬ বছরের অধিককাল দায়িত্ব পালন করেন৷ এছাড়াও তিনি বিশ্বব্যাংকের ইনফরমেশন টেকনোলজী এক্সপার্ট হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ এপ্রিল ২০০৬ থেকে এপ্রিল ২০০৮ পর্যন্ত কর্মরত ছিলেন৷ অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ কমিটির সদস্য, বাংলাদেশ সরকারী কর্মকমিশনের বিভিন্ন নিয়োগ কমিটির সদস্য, বাংলাদেশের অনেক সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন৷

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর