thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

মিডল্যান্ড ব্যাংকের আইপিওতে আন্ডার সাবস্ক্রিপশন

২০২৩ মার্চ ০৬ ১৪:১৬:২৬
মিডল্যান্ড ব্যাংকের আইপিওতে আন্ডার সাবস্ক্রিপশন

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে। অর্থাৎ ব্যাংকের প্রয়োজনের চেয়ে ২৬ শতাংশ কম আবেদন জমা পড়েছে। নিয়মানুযায়ী এসব শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদন গত ১৬ ফেব্রুয়ারি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়েছে। ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যে ৭ কোটি সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। কিন্তু এ সময় ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে। এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ। শেয়ারবাজারে দীর্ঘ মন্দা ও ব্যাংকটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থার কারণে আইপিও আন্ডারসাবস্ক্রিপশন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া দ্য রিপোর্টে গত ২০ শে ফেব্রুয়ারি ঋণখেলাপী পরিচালকের মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজার থেকে তুলছে ৭০ কোটি টাকা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। যেখানেতে, মিডল্যান্ড ব্যাংকের গণপ্রস্তাবে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে ৩৩ নম্বর আলহাজ্ব মোহাম্মদ ইসা বাদশার নামে বিভিন্ন ব্যাংক থেকে ৫০০ কোটি টালা ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি ৬৫ শতাংশ বিনিয়োগকারীদের আবেদন জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটারকে ২৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনতে হবে।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর