thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

আইরিশদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

২০২৩ মার্চ ২৩ ১৯:২৯:০১
আইরিশদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে আগের দুই ম্যাচে নিজেদের দলীয় সর্বোচ্চ সংগ্রহের দেখা পেয়েছিল টাইগাররা।

তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে আইরিশরা প্রথমে ব্যাটিং বেছে নেওয়ায় রানের পাহাড় গড়তে পারেনি বাংলাদেশ। তবে রান তাড়া করতে নেমেই ১০ উইকেটে জিতল তামিম ইকবালের দল। এতেই ইতিহাস গড়ল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসারদের বোলিং তোপে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড।

জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশি দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ঝোড়ো ইনিংসে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৩ ওভার ১ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার বাহিনী।

এই জয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে ১০ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। এর আগে উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ছিল ৯ উইকেটের।

দুই যুগের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষকে পাঁচবার ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। তবে ছিল না ১০ উইকেটের জয়। তবে আইরিশদের বিপক্ষে এই রেকর্ড গড়ে তিন ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ রেকর্ডগড়া ৩৪৯ রান করেছিল। তবে বৃষ্টির কারণে সে ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। নাহলে হয়তো ৩-০ ব্যবধানে আইরিশদের হোয়াইটওয়াশ করার কীর্তিটাও লেখা থাকতো টাইগারদের নামের পাশে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর