thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধের আহবান

২০২৩ এপ্রিল ০৬ ১০:২৫:৪৩
ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধের আহবান

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের মার্চ মাসের বেতন ও বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ১৪তম সভায় মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সে জন্য মালিকরা ঈদের আগেই বোনাস দেবেন। নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্ম দিবসের বেতন পরিশোধ করবেন। যদি দুই একটি কারখানায় মার্চ মাসের বেতন বকেয়া থাকে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানা ভেদে শ্রমিক-মালিক আলোচনা করে ছুটির সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে বেতন বোনাস দেওয়ার বিষয়টি নির্দিষ্ট করার বিপক্ষে মত দেন মালিকরা। এপ্রিলের বেতন পরিশোধের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি মালিকপক্ষ। তারা বলেন, মালিক-শ্রমিক বোঝাপড়ার মাধ্যমে বেতন-ভাতা পরিশোধ করা হবে। অনেক কারখানা শ্রমিকদের চাওয়ার আগেই বেতন-বোনাস দেবে। যেসব কারখানা শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঝামেলা করতে পারে, সেগুলো চিহ্নিত করে বেতন-ভাতা পরিশোধ করার ব্যবস্থা করা হবে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর