thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পোশাক   শ্রমিকদের জন্য  নতুন মজুরি বোর্ড গঠন

২০২৩ এপ্রিল ১১ ১১:৩২:৫৭
পোশাক   শ্রমিকদের জন্য  নতুন মজুরি বোর্ড গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি সমন্বয়ের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এর মধ্যদিয়ে দীর্ঘসময় পর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

৬ সদস্যের এই বোর্ডে একজন বোর্ড প্রধান ও একজন স্বতন্ত্র প্রতিনিধি, কারখানা মালিক, শ্রমিক, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং সরকারের একজন করে প্রতিনিধি আছেন।

আজ নবগঠিত এই বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ।

নিম্নতম মজুরি বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করে সোমবার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করেছে মন্ত্রণালয়। কমিটির সদস্যদের কাল (মঙ্গলবার) জানতে পারবেন।

সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করে মজুরি বোর্ড।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর