thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বাজার মূলধন বেড়েছে পুঁজিবাজারে

২০২৩ এপ্রিল ১৫ ১৭:৪৭:১৪
বাজার মূলধন বেড়েছে পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের শেয়ারবাজারে গেলো সপ্তাহে অধিকাংশ সময় নেতিবাচক ধারায় কেটেছে। এসময় সূচক, লেনদেন কমেছে। তবে আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৪৪৬ কোটি টাকা।

শনিবার (১৫ এপ্রিল) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ৯১১ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ২৬ কোটি ৩ লাখ ৫৩ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১১৪ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৭৪ কোটি ৯৭ লাখ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৬ হাজার ৭৪২ কোটি ১৮ লাখ টাকা। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৩৩২ কোটি ৭৯ লাখ টাকা। পুরো শেয়ারবাজারে অর্থাৎ দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৪৪৬ কোটি টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ ৭৭ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ ১৯ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ৬৫৭ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা বা ২২.৭২ শতাংশ।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪৭টি, কমেছে ৮৪টি এবং অপরিবর্তিত ছিল ২৩৮টির শেয়ার ও ইউনিট দর।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, গেলো সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১ লাখ ১৫ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৬৩ লাখ ১৬ হাজার টাকা। সিএসইতে আলোচ্য সময়ে লেনদেন কমেছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩১ পয়েন্টে, সিএসসিএক্স ১৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৮৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে মোট ২২৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৩৭টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ১৩৩টির শেয়ার ও ইউনিট দর।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর