thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ইন্দোনেশিয়ার ৯ সেনাকে হত্যার দাবি

২০২৩ এপ্রিল ১৬ ১৪:৩০:০৫
ইন্দোনেশিয়ার ৯ সেনাকে হত্যার দাবি

দ্য রিপোর্ট ডেস্ক: ইন্দোনেশিয়ার ৯ সেনাসদস্যকে হত্যার দাবি করেছে দেশটির পাপুয়া এলাকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। বিচ্ছিন্নতাবাদীদের মুখপাত্র সেবি স্যামবমের দাবি, তারা জাকার্তাকে আলোচনার ব্যাপারে আহ্বান করলেও কোনো সাড়া না পাওয়ায় তাদের হত্যা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ রোববার এমনটি জানানো হয়েছে।

পাপুয়া এলাকার সেনাবাহিনীর মুখপাত্র হারমান তারিয়াম্যান হামলার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি কতজনকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

গত ফেব্রুয়ারিতে পশ্চিম পাপুয়ার বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি নিউজিল্যান্ডের এক পাইলটকে অপহরণ করে। প্রথমে তারা জাকার্তার কাছে পশ্চিম পাপুয়ার স্বাধীনতার স্বীকৃতি দাবি করে। কিন্তু চলতি মাসে তারা জানায়, তারা স্বাধীনতার স্বীকৃতির দাবি থেকে তারা সরে এসেছে এবং আলোচনা করতে চায়।

রোববার এক বার্তায় বিদ্রোহীদের মুখপাত্র সেবি স্যামবম বলেন, 'আমরা জিম্মিদের মুক্তির ব্যাপারে নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়ার সরকারকে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান করেছিলাম। কিন্তু ইন্দোনেশিয়ার সেনাবাহিনী ও পুলিশ গত ২৩ মার্চ বেসামরিক মানুষের ওপর হামলা চালায়। আমরা এই হামলার প্রতিশোধ নেব। এই যুদ্ধ অব্যাহত থাকবে।'

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন পাপুয়া সেনাবাহিনীর মুখপাত্র হারম্যান। তিনি বলেন, সেনাবাহিনী বেসামরিক নাগরিককে বিদ্রোহীদের হাত থেকে রক্ষা করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর