thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পদ্মা সেতুতে একদিনে   ৩ কোটি ৭৩ লাখ টাকার টোল আদায়

২০২৩ এপ্রিল ২১ ১৩:২৩:৩৭
পদ্মা সেতুতে একদিনে   ৩ কোটি ৭৩ লাখ টাকার টোল আদায়

দ্য রিপোর্ট প্রতিবেদক:মাওয়া প্রান্ত থেকে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে ৮ হাজার ৮৭৩টি মোটরসাইকেল। এ ছাড়াও সেতুর জাজিরা প্রান্ত থেকে ঢাকায় ঢুকেছে ৩ হাজার ১৬৯টি মোটরসাইকেল। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।

শুক্রবার (২১ এপ্রিল) সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ওই টোল আদায় করা হয়।

প্রকৌশলী আমিরুল ইসলাম জানান, সেতুতে মোটরসাইকেল উন্মুক্ত করে দেওয়ার পর মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২০০ টাকা।

তিনি আরও জানান, বৃহস্পতিবারর (২০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর