thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সরকারি বাংলো ছেড়েছেন  রাহুল গান্ধী

২০২৩ এপ্রিল ২২ ২০:০৫:১৪
সরকারি বাংলো ছেড়েছেন  রাহুল গান্ধী

দ্য রিপোর্ট ডেস্ক:আদালতের আদেশের পর শনিবার দিল্লির সরকারি বাংলো ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইন সভার নিম্ন কক্ষে সদস্যপদ হারানোর পর লোকসভা হাউজিং কমিটির প্রধান সি আর পাতিল দিল্লির ১২ তুঘলক লেনের সরকারি বাংলো ছেড়ে দেয়ার জন্য রাহুল গান্ধীকে নোটিশ পাঠান। বাংলোটিতে রাহুল ২০০৫ সাল থেকে আছেন। নিয়ম অনুযায়ী আইন সভার সদস্যপদ হারানোর পর এটি তার ছেড়ে দেয়ার কথা। যদিও এই নোটিশকে রাহুল দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে।

এই নোটিশ শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। গুজরাটের আদালত এ বিষয়ে রাহুলকে ৩০ দিনের সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে আপিল করার সুযোগও তাঁকে দেওয়া হয়। কিন্তু রাহুলের আপিল শুক্রবার (২১ এপ্রিল) আদালতে খারিজ হয়ে যায়। আদালতের এই রায়কে ক্ষমতাসীন বিজেপি স্বাগত জানিয়েছে। এ সম্পর্কিত এক বিবৃতিতে দলটি বলেছে, এই রায় গান্ধী পরিবারের মুখে চপেটাঘাত। এই রায় বলে দিচ্ছে, আইন সবার জন্য সমান, যেখানে কোনো একটি পরিবারের প্রতি কোনো পক্ষপাত থাকতে পারে না।

প্রসঙ্গত, ২০১৯ সালে নির্বাচনী প্রচারের সময় মোদি পদবিধারীরা চোর হয়-এমন বক্তব্য দিয়েছিলেন অভিযোগ করে মানহানী মামলা করা হয়েছিল রাহুলের বিরুদ্ধে। এই মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দেন সুরাট আদালত। পরে তাঁকে জামিনও দেন একই আদালত। কিন্তু আদালতে সাজা পাওয়ায় লোকসভার সদস্যপদের জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এই সদস্যপদ ফিরে পেতে তাকে এখন হয় গুজরাট হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে আপিল করতে হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর