thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মঈন খানের বাসায় নৈশভোজে কূটনীতিকরা

২০২৩ এপ্রিল ২৩ ২৩:৪৪:২৬
মঈন খানের বাসায় নৈশভোজে কূটনীতিকরা

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের গুলশানের বাসায় নৈশভোজে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিয়েছেন।

এদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার ছাড়াও দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর মঈন খানের গুলশানের বাসায় যান কূটনীতিকরা।

নৈশভোজে ব্রিটেন ও কানাডার হাই কমিশনার, জার্মানি ও নরওয়ের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি রাষ্ট্রদূত, চায়না দূতাবাসের পলিটিক্যাল চিফ, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন, নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, ডেমোক্রোসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি এবং মার্কিন দূতাবাসের একজন নারী প্রতিনিধি অংশ নেন বলে জানা গেছে।

বিএনপির একটি সূত্র জানায়, নৈশভোজের নিমন্ত্রণে গেলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হতে পারে। এই বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার প্রেস ইউং সদস্য শায়রুল কবির খান বলেন, ঘটনাটি শুনেছি আপাতত খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর