thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বৃহস্পতিবার থেকে রাজশাহীর আম বাজারে পাওয়া যাবে

২০২৩ মে ০৩ ১৪:১০:৫২
বৃহস্পতিবার থেকে রাজশাহীর আম বাজারে পাওয়া যাবে

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী বৃহস্পতিবার থেকে রাজশাহীর আম বাজারে পাওয়া যাবে। তবে বাজারে প্রথমে আসবে গুটি আম।

বুধবার (৩ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি বিভাগসহ আম সংশ্লিষ্ট বিভাগের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের অফিস সূত্র থেকে জানা যায়, মূলত আম অপরিপক্ব অবস্থায় পেড়ে তাতে মেডিসিন দিয়ে পাকিয়ে কেউ যাতে বাজারে নিয়ে আসতে না পারে, এজন্যই গত কয়েক বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। জেলা প্রশাসনের দেওয়া সময়ের নির্ধারিত দিনের আগে নির্ধারিত আম পাড়া যাবে না। নির্ধারিত দিনের পর যেকোনো দিনই চাষিরা আম পাড়তে পারবে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজদার হোসেন জানান, গত বছর রাজশাহীতে এক হাজার কোটি টাকা আমের ব্যবসা হয়। এবার জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এসব গাছে ২ লাখ ৫৮ হাজার টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ‘আগামী ৪ মে থেকে এ বছর আম পাড়া শুরু হবে। এইদিন বা তার পরে যেকোনো দিন গুটি আম পাড়া যাবে বা বাজারজাত করা যাবে। এরপর আসবে গোপালভোগ। আগামী ১৫ মে গোপালভোগ গাছ থেকে পাড়া যাবে। এ ছাড়া আগামী ২০ মে লক্ষ্মণভোগ বা লখনা এবং রাণী পছন্দ, হিমসাগর বা খিরসাপাত ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১০ জুন ও ফজলি ১৫ জুন, আশ্বিনা ও বারী-৪ আম ১০ জুলাই এবং গৌড়মতি আম সংগ্রহের সময়সীমা ১৫ জুলাই নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইলামতি আম পাড়া যাবে ২০ আগস্ট।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর