thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সরকার এখন বেসামাল:  মির্জা ফখরুল

২০২৩ মে ১৮ ১৯:২৪:৫৩
সরকার এখন বেসামাল:  মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার এখন বেসামাল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ( ১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, অবৈধ এই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালাচ্ছে। এর মাধ্যমে তারা দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত করে রাখতে চাইছে। তিনি বলেন, জেলা সমাবেশকে বানচালের লক্ষ্যে আওয়ামী সরকারের মদদে জামালপুর, শেরপুর ও নেত্রকোনার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মামলা ছাড়া বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করছে।

শুরু তাই নয়, আইনশৃঙ্খলা বাহিনী বাড়িতে বাড়িতে তল্লাশি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। বিএনপির এই নেতা বলেন, এই অবৈধ সরকার যতই ষড়যন্ত্র এবং বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়্গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।

অন্য এক বিবৃতিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের দমনে সরকার রাষ্ট্রশক্তির অপব্যবহার অব্যাহত রেখেছে। মিথ্যা মামলায় বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার কিংবা গ্রেপ্তারের পর মিথ্যা মামলা করে নেতাকর্মীদের ওপর নির্মম জুলুম-নির্যাতন চালানো হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর