thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে  পাঁচজন দগ্ধ

২০২৩ জুন ০৯ ১৪:২২:১৪
নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে  পাঁচজন দগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক:নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে ফতুল্লার কাশীপুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. সালাম মণ্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫), মেহেজাবিন (৭)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ থেকে একই পরিবারের পাঁচজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মো. সালাম মণ্ডলের শরীরের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও শিশু মেহজাবিনের ৩৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর