thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

২৬৭ কোটি ৫০ লক্ষ টাকার বন্ড ছাড়বে রানার অটোমোবাইল

২০২৩ জুন ১৯ ১৮:৩০:৫৮
২৬৭ কোটি ৫০ লক্ষ টাকার বন্ড ছাড়বে রানার অটোমোবাইল

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি এর ২৬৭ কোটি ৫০ লক্ষ টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডি’স সত্যায়িত কোন বন্ড অনুমোদন করল বিএসইসি।

সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, রানার অটোমোবাইলসের ৭ বছর মেয়াদি ২৬৭ কোটি ৫০ লক্ষ টাকার বন্ড অনুমোদন করা হয়েছে। এ বন্ডের বৈশিষ্ট্য আনসিকিউরড, রিডিমবল, নন-কনভার্টিবল, গ্যারান্টেড, সাসটেইনেবিলিটি বন্ড।

বন্ডের কুপন হার ৮.৫০ হতে ৯.০০ এর মাঝে নির্ধারিত হবে। বহুজাতিক ও দেশীয় বীমা কোম্পানি, ব্যাংক,আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেটস ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে উত্ত কোম্পানীর কাস্টমারদের ঋণ সুবিধা, সোলার প্ল্যান্ট নির্মাণ এবং বন্ড ইস্যু সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য দশ লক্ষ টাকা। বন্ডটির ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং লিড অ্যারেঞ্জার গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর