thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা:   ডিএমপি কমিশনার 

২০২৩ জুন ২২ ১৬:১৮:২০
ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা:   ডিএমপি কমিশনার 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সেবা দানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে৷ তবে যারা ছুটিতে ঢাকার বাইরে যাবেন, তাদের প্রতি আহ্বান, মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়ার বা নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার পরামর্শ রইলো। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কোনোভাবেই কোরবানির পশুরহাট বসতে দেয়া হবে না। কোরবানির পশু কেনা-বেচায় জাল টাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে বলে জানি‌য়ে ডিএমপি কমিশনার ব‌লেন, হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর