thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছেনা

২০২৩ জুলাই ২৮ ১৮:১২:২৫
নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছেনা

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশস্থলে মুঠোফোনে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। কারও কারও মুঠোফোনে ইন্টারনেটের সিগন্যাল পাওয়া যাচ্ছে, তবে তাতেকাজ হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। পাশাপাশি গণমাধ্যমকর্মীরা বলছেন, তাঁরাও মুঠোফোনে ইন্টারনেট পাচ্ছেন না।

নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে আজ শুক্রবার সকাল থেকেই নেতা-কর্মীরা ভিড় করেন। সেখানে দুপুর সাড়ে ১২টার পর থেকে মুঠোফোনে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। বেলা দুইটার পর সমাবেশ শুরু হয়।

তবে বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ করা হচ্ছে।

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী সমকালকে বলেন, ‘দুপুরের আগ থেকেই মহাসমাবেশ এলাকায় ইন্টারনেট সুবিধা বিচ্ছিন্ন করা হয়েছে বলে সংবাদকর্মীরা ভোগান্তিতে পড়েছেন। এই সরকার ফ্যাসিবাদি কায়দায় নাগরিক অধিকার ক্ষুন্ন করছে। রাষ্ট্রের কাজ নাগরিকের অধিকার রক্ষা করা কিন্তু এই সরকার সবসময়ে তার উল্টোটা করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর