thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত

২০২৩ আগস্ট ০১ ১২:৪৫:৫৬
সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসেছেন বাংলাদেশে নিযুক্তমার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে তিনি ইসিতে পৌঁছান।

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল এন্ড ইকোনমিক কাউন্সিলর মি. অরটুরো হেইনস। এছাড়া বৈঠকে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত রয়েছেন। এর আগে ২০২২ সালের ৮ জুন সিইসির সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত।

চলতি বছর ডিসেম্বরের শেষের দিকে কিংবা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। শুরু থেকে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছে যুক্তরাষ্ট্র।

গত বছরের ৮ জুন সিইসির সঙ্গে সাক্ষাৎকালে পিটার হাস বলেছিলেন, তারা এমন একটি নির্বাচন চান, যার মাধ্যমে বাংলাদেশিরা স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারবে।

একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনসহ সমগ্র বাংলাদেশির কাজ বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর