thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

খোকার বিরুদ্ধে মামলা

২০১৩ নভেম্বর ১২ ২১:৩৯:১৫
খোকার বিরুদ্ধে মামলা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হরতালে পেট্রোল বোমা ছোঁড়ায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

হরতালের মধ্যে গত রবিবার রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে লেগুনায় ছোঁড়া পেট্রোল বোমায় ছয় জনের আহত হওয়ার ঘটনায় সোমবার রাতে সূত্রাপুর থানায় মামলাটি করা হয়।

মামলায় ঢাকার সাবেক মেয়রের সঙ্গে সংসদ সদস্য ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ ১০ জনকে আসামি করা হয়েছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের উসকানিমূলক বক্তব্য এবং প্ররোচণায় হরতাল সমর্থকরা লক্ষ্মীবাজারে হিউম্যান হলারটিতে পেট্রোল বোমা ছুঁড়ে। ওই পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন মন্টু পাল নামে এক স্বর্ণকারসহ সাতজন। ৯০ ভাগ দগ্ধ শরীর নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মন্টু।’

সূত্রাপুর থানার সহকারী পরিদর্শক নয়ন কার্পুনের দায়ের করা এই মামলায় ঢাকা মহানগর যুবদল নেতা ইসহাক সরকার, কাজী আবুল বাশার ও সায়েদ মন্টুকেও আসামি করা হয়েছে বলেও জানান ওসি।

গত মাসে দলের একসভায় বক্তব্যে আওয়ামী লীগের ‘হামলা’ মোকাবিলায় দা-কুড়াল নিয়ে বিএনপিকর্মীদের প্রস্তুত থাকতে বলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।

তার ওই বক্তব্য সহিংসতায় উসকানি দিচ্ছে বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ। এরপর খোকার বাড়িতে কয়েক দফা পুলিশি তল্লাশিও হয়। তবে তাকে পাওয়া যায়নি।

খোকার ওই বক্তব্যের জের ধরে পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে। যার তদন্তও চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

(দিরিপোর্ট২৪/ডি/এনডিএস/নভেম্বর ১২,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর