thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

তারেক রহমানের সঠিক ঠিকানায় চিঠি পাঠানোর নির্দেশ হাইকোর্টের

২০২৩ আগস্ট ১৩ ১৮:৫০:১২
তারেক রহমানের সঠিক ঠিকানায় চিঠি পাঠানোর নির্দেশ হাইকোর্টের

দ্য রিপোর্ট প্রতিবেদক:সামাজিক যোগাযোগসহ সব মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ চেয়ে করা রিটে তারেক রহমানের সঠিক ঠিকানায় চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১৩ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সাথে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নতুন করে আবেদন দিতে বলেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী সংশোধন করে নতুন আবেদন দিলে আদালত এই আদেশ দেন বলে জানান তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে আইনের দৃষ্টিতে পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সাথে তার বক্তব্য প্রকাশ ও প্রচার বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছিলেন উচ্চ আদালত।

২০১৫ সালের ৭ জানুয়ারি ওই রুল জারি হলেও তা নিষ্পত্তি হয়নি। সম্প্রতি তারেক রহমানের বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচারকে কেন্দ্র করে ওই রুল শুনানি করতে আবেদন করা হয়েছে হাইকোর্টে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর