thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

এক দফা দাবিতে ঢাকায় আজ  বিএনপির  গণমিছিল 

২০২৩ আগস্ট ১৮ ১১:৫৬:২৯
এক দফা দাবিতে ঢাকায় আজ  বিএনপির  গণমিছিল 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের এক দফা দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীতে ফের গণমিছিল করবে বিএনপি। দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে দুটি স্থানে একই সময়ে এই কর্মসূচি পালন করবে।

আজ বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল করবে বিএনপি।

এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলটি শুরু হবে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের কাছ থেকে। গুলশান-১ হয়ে মহাখালীর ওয়ারলেস, তিতুমীর কলেজ সড়ক দিয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিলটি পুরান ঢাকার দয়াগঞ্জ থেকে শুরু হয়ে সায়েদাবাদ ব্রিজ, ধলপুর, গোলাপবাগ, মুগদা বিশ্বরোড, খিলগাঁও রেলক্রসিং, শাহজাহানপুর, ফকিরেরপুল মোড় হয়ে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। দুটি মিছিলই শুরু হবে বিকাল তিনটায়। তার আগে হবে সংক্ষিপ্ত সমাবেশ। এক দফা দাবিতে বিএনপির এই তৃতীয় কর্মসূচি এই প্রথম ঢাকার বাইরে দেশের সব মহানগরেও পালন করা হবে। গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে ‘এক দফা’ দাবিতে আন্দোলনে ডাক দেয়। এরপর গত ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ ও ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এরপর ১১ অগাস্ট ঢাকায় হয় মিছিল।

এই এক দফাতেই বিএনপির বেশ কয়েকটি দাবি আছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ ছাড়াও ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে তারা।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের মিছিল হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। ১২ দলীয় জোট ফকিরাপুল পানির ট্যাংক, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয় নগর, গণফোরাম ও পিপলস পার্টি আরামবাগ, এলডিপির এফডিসির সামনে মিছিল করবে। এছাড়া লেবার পার্টি পুরানা পল্টনে মসজিদের সামনে, এনডিএম মালিবাগ মোড়, গণতান্ত্রিক বাম মোর্চা সেগুনবাগিচার স্কু্লরে সামনে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) রামপুরা ব্রিজ, গণঅধিকার পরিষদ (নূর) ফকিরাপুর কালভার্ট রোড় এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাহবাগ মোড় থেকে মিছিল বের করবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর