thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নিবন্ধন পেতে  পর্যবেক্ষক সংস্থাকে আজই আবেদন করতে হবে

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১১:৫০:১৭
নিবন্ধন পেতে  পর্যবেক্ষক সংস্থাকে আজই আবেদন করতে হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে আজকের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার মধ্যে আগ্রহী সংস্থাকে নির্ধারিত ফরমে ইসিতে আবেদন জমা দিতে হবে।

যাচাই-বাছাই করার পর যেসব সংস্থাকে নিবন্ধন দেওয়া হবে তারা পাঁচ বছরের জন্য দায়িত্বে থাকবেন। এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি ইসির পক্ষ থেকে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করা হয়। পরে ২১০টি সংস্থা নিবন্ধন চেয়ে আবেদন করে। এর মধ্যে ৬৬টি সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। সংস্থাগুলোর নামের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে www.ecs.gov.bd দেওয়া হয়েছে।

এরপর পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বাড়াতে ১৪ সেপ্টেম্বর নতুন করে নিবন্ধনের জন্য আবেদন চেয়ে দ্বিতীয়বার বিজ্ঞপ্তি জারি করে ইসি। ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে এমন সংস্থাও নতুন করে আবেদন করতে পারবে। এ ছাড়া আপত্তি আসা দুটি সংস্থাও চাইলে নতুন করে আবেদন করতে পারবে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি। তাদের মেয়াদ গত ১১ জুলাই শেষ হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর