thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশের নির্বাচন  সারাবিশ্বেই প্রশ্নবিদ্ধ: আমির  খসরু 

২০২৩ অক্টোবর ০৯ ১৪:১৭:৩৮
বাংলাদেশের নির্বাচন  সারাবিশ্বেই প্রশ্নবিদ্ধ: আমির  খসরু 

দ্য রিপোর্ট প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নির্বাচন শুধু দেশের ভেতরেই নয়, সারাবিশ্বেই প্রশ্নবিদ্ধ হয়েছে।

তাই সুষ্ঠু ভোটের লক্ষ্যে বর্তমান সরকার বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর নির্বাচন কমিশন পূর্ণগঠন করতে হবে বলেও মনে করছেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে সোমবার সকালে বৈঠক করেছন বিএনপি নেতারা।

দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সাত সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ নয়, সারাবিশ্বেও প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ যেভাবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়, আন্তর্জাতিক অঙ্গনও তাই চায়।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও নির্বাচনের পরিবেশ দেখতে এসেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গত দুটি নির্বাচনে কারচুপি হয়েছে।’

এরপরও অবস্থার ’পরিবর্তন হয়নি’ বরং পরিস্থিতি ’আরও খারাপ’ হয়েছে বলেন মন্তব্য করে বিএনপির এই নেতা। বলেন, ‘সরকার এখন ভোট চুরির প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।’

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনার প্রসঙ্গ তুলে খসরু বলেন, ‘বিএনপি এক দফা দাবির বিষয়ে বলেছে, সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, ‘যুক্তরাষ্ট্রও বলেছে নিরপেক্ষ, অংশীদারিত্বমূলক, আন্তর্জাতিক মানের নির্বাচনের কথা বিএনপির দাবির সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কথার তফাৎ নেই।’

‘যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সবাই বলছে, অংশীদারিত্বমূলক নির্বাচনের কথা। সেজন্য নিষেধাজ্ঞা থেকে নানা বিবৃতি দেয়া হচ্ছে।’

আমির খসরু আরও বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেই সফরে এসেছে পর্যবেক্ষক দল। প্রতিনিধি দল সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে, বিএনপি সব বিষয় তুলে ধরেছে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআইয়ের প্রতিনিধিরা বিএনপির সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন।

মির্জা ফখরুলের নেতৃত্বে বৈঠকে অংশ নেয়া বিএনপি নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমূখ।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর