thereport24.com
ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১,  ৮ জমাদিউল আউয়াল 1446

দুইদিন পতনের পর সূচকের উত্থান

২০২৩ অক্টোবর ১০ ১৬:২৯:৫০
দুইদিন পতনের পর সূচকের উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগের দুই দিনের পতন কাটিয়ে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৩৭২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৩ কোটি ৬৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর