thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আওয়ামী লীগ এর সাথে সমঝোতার সুযোগ নেই:  খসরু 

২০২৩ অক্টোবর ১৬ ১৯:১৮:৩২
আওয়ামী লীগ এর সাথে সমঝোতার সুযোগ নেই:  খসরু 

দ্য রিপোর্ট প্রতিবেদক:নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া আওয়ামী লীগ এর সাথে সমঝোতার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেছিল। তা ফিরিয়ে এনে জনগণের ভোটাধিকার আবার ফিরিয়ে দিতে হবে।

সভায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বিএনপি তলে তলে কোনো কিছু ম্যানেজ করায় বিশ্বাস করে না। দেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপিকে কারো উপর নির্ভর করতে হয় না। যারা নির্ভরশীল তাদের হৃদয়ে কম্পন আসছে। কারণ তারা দেশ-বিদেশ দুটোই হারিয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক, মহাবুবের রহমান শামিমসহ অন্যরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর