thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আবারো  অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখার কথা বললো যুক্তরাষ্ট্র 

২০২৩ নভেম্বর ২৪ ১৩:২০:০১
আবারো  অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখার কথা বললো যুক্তরাষ্ট্র 

দ্য রিপোর্ট প্রতিবেদক:যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন।

এখানে প্রেস ব্রিফিং তুলে ধরা হলো।

প্রশ্ন : আপনি কি মনে করেন, বিএনপির সহিংসতা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে ভূমিকা রাখছে?

মিলার : আমরা বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আমরা দেখতে চাই, নির্বাচনটি শান্তিপূর্ণভাবে যেন হয়। এটাই আমাদের নীতি। আমি এখান থেকে বেশ কয়েকবার বিষয়টি জানিয়েছি।

প্রশ্ন : ধন্যবাদ। আমি আবারো বলছি, যুক্তরাষ্ট্র যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সতর্ক, বিএনপির সে ধরনের রাজনৈতিক সহিংসতাকে কি আপনারা নিন্দা করবেন?

মিলার : আমি মনে করি, আমি মনে করি, আমার আগের জবাবেই এই প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর