thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সামিট পাওয়ারের তিন কোম্পানির বিদ্যুৎ উৎপাদন শুরু

২০২৩ নভেম্বর ২৬ ১৭:৪৬:৪৮
সামিট পাওয়ারের তিন কোম্পানির বিদ্যুৎ উৎপাদন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট, চান্দিনা পাওয়ার প্ল্যান্ট এবং মাধবদী পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন আবার শুরু হয়েছে। বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ পুননবায়ন করা হয়েছে পাঁচ বছরের জন্য।

রোববার (২৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে দর কষাকষির মাধ্যমে বিদ্যুতের মূল্য চূড়ান্ত হওয়ার পর গত ২২ নভেম্বর থেকে উৎপাদন শুরু করেছে কোম্পানির তিন বিদ্যুৎকেন্দ্র। ওইদিন থেকেই বিআরইবিকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

আলোচিত তিনটি বিদ্যুৎকেন্দ্রের প্রতিটির গ্যাসভিত্তিক ১০ মেগাওযাটের কাছাকাছি। কেন্দ্র তিনটির বিদ্যুতের ক্রেতা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তাদের সাথে সামিটের যে বিদ্যুৎ ক্রয় চুক্তি ছিল, তার মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হয়ে যায়। এর প্রেক্ষিতে সামিট পাওয়ার চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে। উভয়পক্ষ দর কষাকষির মাধ্যমে গত ২১ নভেম্বর বিদ্যুতের মূল্য নির্ধারণে সক্ষম হয়। তারপর দিন থেকেই বিদ্যুৎ উৎপাদন করে তা বিআরইবিকে সরবরাহ শুরু হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর