thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

রোহিঙ্গা ক্যাম্পে  যুবককে গুলি করে  হত্যা 

২০২৩ ডিসেম্বর ০৫ ২১:৫০:৩৫
রোহিঙ্গা ক্যাম্পে  যুবককে গুলি করে  হত্যা 

দ্য রিপোর্ট প্রতিবেদক:কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬- এ ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম ইমাম হোসেন (৩০)। তিনি ক্যাম্প-১ ইস্ট এর জি/১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে একদল দুর্বৃত্ত ইমাম হোসেনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যকে বিস্তার করে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর