thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বৃহস্পতিবার  গোপালগঞ্জ  যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০২৩ ডিসেম্বর ০৬ ০৯:৩৫:৫৬
বৃহস্পতিবার  গোপালগঞ্জ  যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে খ্যাত গোপালগঞ্জ-৩ আসনের নেতা-কর্মীদের সাথে দেখা করতে বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে ঢাকা থেকে রওনা হবেন। সেখানে পৌঁছে প্রথমে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এদিন সকালে তার নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া ও বিকেলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। তবে নির্বাচনী কোন আচরণবিধি লঙ্ঘন হবে না জানিয়েছেন নেতৃবৃন্দ। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পেলেই টুঙ্গিপাড়ায় চলে আসেন। এবার ও তার ব্যতিক্রম নয়। এটা এবার তিনি কোন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেবেন না। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নেতাকর্মীদের সাথে চা খাবেন, গল্প করবেন বলে জানান এই নেতা।

গোপালগঞ্জ-৩ শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর