thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

দেশের ৬৮টি কারাগার টর্চার সেলে পরিণত:  রিজভী 

২০২৩ ডিসেম্বর ১১ ১৭:৩১:৩৫
দেশের ৬৮টি কারাগার টর্চার সেলে পরিণত:  রিজভী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:হিটলারের চেম্বার হিসেবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের ৬৮টি কারাগার টর্চার সেলে পরিণত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, হিটলারের গ্যাস চেম্বারের মতো দেশের কারাগারগুলোকে ব্যবহার করা হচ্ছে। যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে আছেন নেতাকর্মীরা। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত কারাগারে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আর এদের মধ্যে বেশিরভাগই বিএনপির নেতাকর্মী।

এ ছাড়া কারাগারে অনেকেই টর্চারের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। কারাগারের বাইরেও নেতাকর্মীরা হামলার শিকার হতে হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।

আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন। যার ফলে কষ্টে আছেন দেশের কোটি কোটি জনগণ। দেশবাসীকে মঙ্গল ও বুধবার অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর