thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বনানীতে  আওয়ামী লীগ-জাপা  বৈঠক 

২০২৩ ডিসেম্বর ১৩ ০৯:৫৮:২০
বনানীতে  আওয়ামী লীগ-জাপা  বৈঠক 

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানীতে ফের বৈঠক করেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতারা। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে বনানীর একটি বাড়িতে এ বৈঠকঅনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক (চুন্নু) ও জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে গণতান্ত্রিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে।

আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গে নানক বলেন, সারাদেশে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা কীভাবে অব্যাহত রাখা যায় এবং কীভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে।

জাতীয় পার্টির সঙ্গে এ আলোচনা চলমান থাকবে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, কাল ও পরশু আবার আলোচনা হতে পারে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর