thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

আমরা আমাদের নিজেদের চাপে আছি:  পররাষ্ট্রমন্ত্রী 

২০২৩ ডিসেম্বর ১৪ ১৭:৪২:৪০
আমরা আমাদের নিজেদের চাপে আছি:  পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন দাবি করেন।

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপে নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রেসার (চাপ)। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। ড. মোমেন বলেন, বহির্বিশ্ব আমাদের সহায়তার কাজ করছে। বহির্বিশ্ব চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারা এর সঙ্গে যুক্ত করেছে কোনো বায়োলেন্স (সংঘাতমুক্ত) নয়। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপে নয়, নিজেদের চাপে আছি।

নিজেদের চাপের বিষয়ে ড. মোমেন বলেন, আমরা নিজেদের ভ্যালুস (মূল্যবোধ) প্রমোট (উৎসাহিত করা) করি। আমরা চাই, আমাদের জনগণের প্রতি বিশ্বাস। জনগণের রায়টা আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনের সময় কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কোনো চ্যালেঞ্জ নেই।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর