thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

নির্বাচনের  আগমুহূর্তে  সিপিডির  প্রতিবেদন  উদ্দেশ্যমূলক:  তথ্যমন্ত্রী 

২০২৩ ডিসেম্বর ২৪ ১৭:০৬:৫৭
নির্বাচনের  আগমুহূর্তে  সিপিডির  প্রতিবেদন  উদ্দেশ্যমূলক:  তথ্যমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:নির্বাচনের আগমুহূর্তে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ব্যাংকের ঋণ নিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদনপ্রকাশ করেছে। এ প্রতিবেদন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে প্রকাশিত ‘সংবাদপত্রে শেখ হাসিনার বক্তৃতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

দেশের ব্যাংকগুলো থেকে এ সরকারের আমলে ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে সিপিডির প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকগুলো কিছু মন্দ ঋণ দিয়েছে। এ বিষয়ে সবাই অবগত। পত্রপত্রিকায় এ বিষয়ে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এগুলো নতুন কিছু নয়। কিন্তু নির্বাচনের আগে এসে সিপিডি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এটিকে গবেষণা প্রতিবেদন বলে চালিয়ে দিয়েছে। এতে তথ্যের অনেক ঘাটতি রয়েছে।

বিএনপির আন্দোলনের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দেশে উৎসবমুখর নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর