thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ঈদের   আগেই সকল শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে:  শ্রম  প্রতিমন্ত্রী 

২০২৪ মার্চ ২৭ ১৩:১৫:২৮
ঈদের   আগেই সকল শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে:  শ্রম  প্রতিমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঈদের ছুটির আগেই তৈরি পোশাকসহ সকল শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বুধবার (২৭ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা কোনোভাবেই যেন রাস্তায় না নামে, এ জন্যঈদের আগেই তৈরি পোশাকসহ সকল শ্রমিকের উৎসব ভাতা, বেতন পরিশোধ করা হবে। মালিকপক্ষ সকল শ্রমিকের পাওনা মিটিয়ে দেয়ার জন্য রাজি হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে শ্রমিকদেরঈদের ছুটি দিতে হবে এবং সেটা সরকারি ছুটির চেয়ে কম যেন না হয়। ইদের আগে শ্রমিকদের কোনোপ্রকার ছাটাই ও ‘লে অফ’ করা চলবে না।

এর আগে, গত ২০ মার্চঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন ওঈদবোনাস দেয়া হবে বলে জানিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর