thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১,  ১৯ মহররম 1446

ঢাকায় এসেছেন  অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী 

২০২৪ মে ২১ ১৩:১৭:০৩
ঢাকায় এসেছেন  অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (২১ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদ ও সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

পেনি ওং ঢাকা সফরের বিষয়ে এক বার্তায় বলেছেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তন, অঞ্চল-ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো পারস্পরিক বিদ্যমান চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধান করার লক্ষ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। সফরকালে এসব বিষয়ে আলোচনা হবে।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর