thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১,  ২১ জিলহজ ১৪৪৫

জমি কেনার অনুমতি পেল ব্র্যাক ব্যাংক

২০২৪ মে ৩০ ১০:৫২:২৬
জমি কেনার অনুমতি পেল ব্র্যাক ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসিকে জমি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ মে) এ অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গত ২২ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির প্রধান কার্যালয় নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। রেজিস্ট্রেশন ও আনুষাঙ্গিক খরচসহ জমি কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা।

আইন অনুযায়ী, দেশে ব্যবসারত কোনো ব্যাংক জমি, ভবন বা স্পেস কিনতে চাইলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে হয়। সে অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের পর্ষদে জমি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর এ বিষয়ে অনুমতি চেয়ে আবেদন করলে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয়। তবে, ব্যাংকটি রাজধানীর কোন এলাকায় এবং কী পরিমাণ জমি কিনবে তা প্রকাশ করেনি।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর