thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১,  ১৮ জিলহজ ১৪৪৫

কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষনা আর্জেন্টিনার

২০২৪ জুন ১৬ ১৭:৫৫:১৬
কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষনা আর্জেন্টিনার

দ্য রিপোর্ট ডেস্ক:১৯১৬ সালে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ৪৮ তম আসর। আসরের সূচি সম্পূর্ণ হয়ে গেছে অনেক আগেই। প্রায় সবগুলো দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও বাদ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশেষে গুয়েতেমালার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষে শিরোপা ধরে রাখার মিশনে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা। শনিবার (১৫ জুন) এ স্কোয়াড ঘোষণা করা হয়।

দলে জায়গা পাননি পাওলো দিবালা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষে ঘোষিত পূর্বের স্কোয়াড থেকে বাদ পড়েছে অ্যাঞ্জেল কোরেয়া, লিওনার্দো বালেরদি ও ভ্যালেন্তিন বার্কো। চমক হিসেবে দলে দেখা গেছে ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রে গারনাচোকে। রেড ডেভিলদের হয়ে সবশেষ মৌসুমে ১০ গোলসহ এখন পর্যন্ত ক্লাবটির ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে ৮৬ ম্যাচে ১৫ গোল করেছেন গারনাচো।

আর্জেন্টিনার কোপা আমেরিকা ২০২৪ স্কোয়াড:

গোলকিপার:এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার:গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ড:গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিও, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।

ফরোয়ার্ড:অ্যাঞ্জেলো ডি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর