thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে: তৌহিদ হোসেন

২০২৪ আগস্ট ০৯ ১৮:৫৫:০০
বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে: তৌহিদ হোসেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, বৃহৎ শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন।

শুক্রবার (৯ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্যান্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সে সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমাদের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, এ মুহূর্তে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করাই প্রধান অগ্রাধিকার এবং প্রথম লক্ষ্য। এটা সম্ভব হলে অন্যান্য বিষয়গুলোও ঠিক হয়ে আসবে।

প্রসঙ্গত, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর