thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সাবেক সরকার প্রধানসহ ‘জুলাই হত্যাকাণ্ডে’ জড়িতদের বিচার হবে : আইন উপদেষ্টা

২০২৪ আগস্ট ১৪ ১২:১৪:৩৫
সাবেক সরকার প্রধানসহ ‘জুলাই হত্যাকাণ্ডে’ জড়িতদের বিচার হবে : আইন উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে প্রেস কনফারেন্সে এসব বলেন তিনি। এসময় আসিফ নজরুল বলেন, গণ আন্দোলনের জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের বিষয় সবচেয়ে গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু পুলিশ মাঠে না থাকায় সেটা হয়নি।

তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সারাদেশের সব মামলা প্রত্যাহার করা হবে। একইসাথে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মামলা এবং মাহমুদুর রহমানের মামলা আগামীকালকেই উইথড্র করা হবে।

সাবেক সরকার প্রধানসহ এসব হত্যাকাণ্ডের সাথে যাদের নাম আসবে সবার বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। তিনি বলেন, আসামিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিচার হবে। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের জন্য পৃথিবীর যে দেশ থেকে বিশেষজ্ঞ আসতে চায় তাদেরকে আসার সুযোগ দেয়া হবে।

উপদেষ্টা বলেন, অ্যাটর্নি জেনারেলের অফিসে সব নিয়োগ দলীয় ভিত্তিতে হয়েছে। সেগুলো ঠিক করার চেষ্টা চলছে। সব বিচার বিভাগের কর্মকর্তার দেশে বিদেশি সব সম্পদের হিসেব আগামী ১০ কর্ম দিবসের মধ্যে দিতে হবে।

আসিফ নজরুল বলেন, জুলাই এর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হবে। এক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা নেয়া হবে।

আইন উপদেষ্টা বলেন, যাদের আদেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাদের মধ্যে যারা সর্বোচ্চ ব্যক্তি ছিল তাদেরকেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর