thereport24.com
ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১,  ১০ রবিউল আউয়াল 1446

ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি

২০২৪ আগস্ট ১৯ ১১:১০:৫৫
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি

দ্য রিপোর্ট ডেস্ক:ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো আল-আকসা অভিযানের পর ইসরাইল ও অধিকৃত ভূখণ্ড থেকে ১০ লাখ ইহুদি পালিয়ে গেছে।

ইসরাইলি চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ থেকে এসব ইহুদি ইসরাইল ও ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে এসেছিল, তারা আবার সেইসব দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরাইল ছেড়েছে।

এদিকে সেন্টার ফর জিউশ ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, শতকরা ২৯ ভাগ ইহুদি ইসরাইল ছাড়ার চিন্তা করছে এবং ৭১ ভাগ ইহুদি আগামী দিনগুলোতে ইসরাইলে সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী নয়।

সেন্টার ফর জিউস ইম্প্যাক্টের জরিপ ফলাফলের ওপর ভিত্তি করে চ্যানেল টুয়েলভ জানিয়েছে, শতকরা ৫০ ভাগ ইহুদি অপারেশন আল-আকসা স্টর্মে আহত হয়েছেন অথবা আহত এমন কাউকে চেনেন-জানেন।

এ সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৮৪ ভাগ ইহুদি ইসরাইল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়।

এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ ভাগ ইহুদি বিশ্বজুড়ে ইসরাইলের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে। সূত্র: ইরনা

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর